সবাইকে স্বাগতম আইটি বার্তা সাইটে ,নতুন নতুন সকল আইটি নিউজ পাবেন এই সাইটে

আপনি কি চায়না সেট ব্যবহার করেন???

আসসালামুআলাইকুম,
আমরা অনেকেই চায়না মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করে থাকি । চায়না সেট দামে কম হলেও এতে আছে নানা সুযোগ সুবিধা। তেমনি কয়েকটি সুবিধার কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।

১. কল ব্লক- এর মাধ্যমে বিরক্তিকর ২০টি কলারকে ব্লক করে রাখতে পারবেন। অথ্যাৎ ওই নাম্বারগুলো থেকে আপনার মোবাইলে কল ডুকবেনা।

২.এস,এম,এস ব্লক- একিভাবে বিরক্তিকর কলারদের নাম্বারথেকে এসএমএস কেও ব্লক করে রাখতে পারবেন।

৩.মোবাইল ট্র্যাকার-এটি এমন এক পদ্ধতি যার মাধ্যমে আপনার মোবাইলে নির্দ্রিষ্ট সিমকার্ড ছাড়া অন্য সিম কার্ড ব্যবহার করা যাবে না।যদি আপনার সিম ছাড়া অন্য সিমকার্ড আপনার মোবাইলে ঢোকানো হয়ে থাকে তাহলে, ফাংশনটি অন করার সময় দেয়া নাম্বার সমূহে নতুন সিমকার্ডএর নাম্বার এসএমএস এর মাধ্যমে চলে যাবে।
যার ফলে আপনার মোবাইল যদি কখনো্ হারিয়ে যায় তাহলে সহজেই চোরের মোবাইল নাম্বার আপনি পেয়ে যাবেন।

এবার দেখি ফাংশনগুলো কোথায় পাব।
১. কল ব্লক- setting>>call setting>>blacklist ব্ল্যাক লিস্টে বিরক্তিকর কলারদের নাম্বার এ্যাডকরে ফাংশনটি অন করে দিন।

২.এস,এম,এস ব্লক- messaging>>text message>>sms settings>>sms blacklist
ব্ল্যাক লিস্টে বিরক্তিকর কলারদের নাম্বার এ্যাডকরে ফাংশনটি অন করে দিন।

৩.মোবাইল ট্র্যাকার- settings>> security settings>>mobile track/ remote track
মোবাইলের পাসওয়ার্ড দিয়ে track number অপশনে প্রবেশকরে মোবাইলে বর্তমান সিম ছাড়া অন্য সিম ডুকালে সে সম্পর্কিত মেসেজ যে নাম্বারগুলোতে যাবে সে নাম্বারগুলে সেট করে দিন এবং ফাংশনটি অন করে বেরিয়ে আসুন।

          বিঃদ্রঃ এটি চায়না মোবাইলের ডিফল্ট ফাংশন এর জন্য আপনার মোবাইল অপারেটর কোন টাকা কাটবে না।
Share this article :
 

Post a Comment

Cyber Developer Bangladesh
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. আই.টি. বার্তা - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger