সবাইকে স্বাগতম আইটি বার্তা সাইটে ,নতুন নতুন সকল আইটি নিউজ পাবেন এই সাইটে

ইলেকট্রনিক্স বিষয়ক বাংলা বই – হাতে কলমে ইলেকট্রনিক্স শিখি

আজ আপনাদের সাথে ইলেকট্রনিক্স বিষয়ক একটি বাংলা বই শেয়ার করবো। বইটির নাম “হাতে কলমে ইলেকট্রনিক্স শিখি”।
আমরা অনেকে ইলেকট্রনিক্সকে শখ বা হবি হিসাবে নেই এবং ইলেকট্রনিক্স বিষয়ক বই পড়ি। আবার অনেক ছাত্রকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক্সের উপর কোর্স করতে হয়। এসব কোর্সের মাধ্যমে ইলেকট্রনিক্স থিওরী সর্ম্পকে জেনে পরীক্ষায় পাশ করলেও, সার্কিট ডিজাইন বা সার্কিট নির্মান করা সম্ভব হয়না। “হাতে কলমে ইলেকট্রনিক্স শিখি” বইটিতে ইলেকট্রনিক্সের থিওরী এবং প্রাকটিক্যাল জ্ঞানের ভারসম্য রক্ষা করা হয়েছে। বইটিতে, ইলেকট্রনিক্সের জটিল থিওরী সহজ ভাষায় আলোচনা করা হয়েছে, যা ছাত্রদের মুখস্ত করার বদলে বুঝতে সাহায্য করবে। এরপর, এই থিওরী জ্ঞানকে ব্যবহার করে কিভাবে সার্কিট ডিজাইন করতে হয় দেখনো হয়েছে। সর্বশেষে, বইয়ের সাথে বক্সে বিভিন্ন ইলেকট্রনিক্স পার্টস সংযুক্ত করা হয়েছে। এই পার্টস ব্যবহার করে কিভাবে সত্যিকার সার্কিট নির্মান সম্ভব, তা হাতে কলমে দেখানো হয়েছে। বইয়ের সাথে সংযুক্ত সিডিতে সার্কিট নির্মানের জন্য প্রয়োজনীয় সফটওয়ার এবং রিসোর্স যুক্ত করা হয়েছে। আরো আছে অনলাইন লিঙ্ক, যেখানে থেকে ইলেকট্রনিক্স ও সার্কিটবিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান পাওয়া যাবে। বইটিকে দশটি ভাগে ভাগ করা হয়েছে এবং প্রতিটি ভাগকে তিন ঘন্টায় বিভক্ত করা হয়েছে। এভাবে প্রতিদিন তিন ঘন্টা করে, দশ দিন সময়ে বইটি ব্যবহার করে, ইলেকট্রনিক্স জগতে নবীন পাঠকের জন্য ইলেকট্রনিক্স শেখা সম্ভব।
বইটির অংশ এই লিঙ্ক থেকে পড়া যাবে।
https://docs.google.com/file/d/0B_2MZD6mxahXQXVJZklQdnlDbUU/edit
Share this article :
 

Post a Comment

Cyber Developer Bangladesh
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. আই.টি. বার্তা - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger