সবাইকে স্বাগতম আইটি বার্তা সাইটে ,নতুন নতুন সকল আইটি নিউজ পাবেন এই সাইটে

ডিভিডি থেকে কপি করা .vob ফাইল জোড়া লাগাবেন যেভাবে।

ডিভিডি থেকে যখন আমরা কোনো মুভি কপি করি তখন সাধারণত মুভিটা কয়েকটা ভাগে .vob ফরমেটে থাকে। অনেক প্রিয় কোনো মুভি হলে আমরা সংরক্ষন করার জন্য কনভার্টর দিয়ে কনভার্ট করে একসাথে করার চেষ্টা করি যেটা আসলে অনেক সময় নেয় এবং চাহিদা অনুযায়ী ফল দেয় না।
কয়েকদিন আগে ছোট একটা সফটওয়ার পেলাম যেটা সহজেই খুব কম সময়ের মধ্যে .vob ফাইল জোড়া লাগাতে পারে।
২১৮ কিলোবাইটের সফটওয়ারটি এখান থেকে ডাউনলোড করে এক্সট্রাক্ট করে ডাবল ক্লিক করে ওপেন করলে নিচের মত একটা উইন্ডো পাবেন।

"Add VOB File" বাটনে ক্লিক করে পার্ট ফাইলগুলো সিলেক্ট করে দিন। তারপর "Change File Name" বাটনে ক্লিক করে আউটপুট ফাইলটা কোথায় সেভ হবে এবং তার নাম কি হবে তা ঠিক করে দিন। এবার জোড়া লাগানোর পালা, "Join VOB Files" বাটনে ক্লিক করুণ।
আমার এক্সপিতে ভালোভাবেই চলে এটা, সেভেন বা অন্য অপারেটিং সিস্টেমে কেমন চলবে জানা নেই। এটা সম্পুর্ন ফ্রী একটা সফ্ট্‌ওয়ার এবং কোনো রকমের ইন্সটলেশনের ঝামেলা নেই।
H264-MPEG4-AVC হাই ডেফিনেশান ডিভিডি রিপিং নিয়ে একটা ডিটেইলড টিউন করার ইচ্ছা আছে সামনে।
Share this article :
 

Post a Comment

Cyber Developer Bangladesh
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. আই.টি. বার্তা - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger