সবাইকে স্বাগতম আইটি বার্তা সাইটে ,নতুন নতুন সকল আইটি নিউজ পাবেন এই সাইটে

কী বোর্ডের যে কোন কী সহজে পরিবর্তন করে নিন আপনার প্রয়োজনীয় কী তে

এটা আমার প্রথম টিউন, রোহান ভাই  (মাউস নষ্ট ? নো টেনসন, এবার আপনার কীবোর্ডকেই বানিয়ে ফেলুন মাউস) এর কমেন্টে জানতে চেয়ে ছিলেন কী বোর্ডের কী পরিবর্তন করা যায় কি না? সে থেকেই আমার এ টিউন (যদিও সফ্টওয়্যারটির লিংক ওখানে দিয়েছি)।
যারা ডাটা এন্টি করেন তাদের ডান সাইডে ট্যাব কী হলে খুব সুবিধা হয় আবার ল্যাপটপের প্রয়োজনীয় কী নষ্ট হলে অন্য কী দ্বারা কাজ সেরে নিতে পারবেন আশা করি।
কাজের কথায় আসি।
http://www.download3k.com/Install-KeyTweak.html
উপরোক্ত লিংক হতে ডাউনলোড করে নিন (External link-1 হতে ২৮০ কি.বা)
ইন্সটল করে ওপেন করুন








উপরের বক্সটি আসবে ধরুন পেজ ডাউন কী টি “ট্যাব” কী তে পরিবর্তন করবেন তাহলে “৮৬” কী টি সিলেক্ট করুন (১), Choose New Remapping হতে Tab সিলেক্ট করুন (২), Remap key প্রেস করুন (৩),  Apply (৪) করলে পিসি Re Start হবে এবং পিসি চালু হলে দেখবেন পেজ ডাউন কী টি ট্যাবে পরিবর্তন হয়েছে। এভাবে প্রয়োজন অনুযায়ী (মাল্টিমিডিয়া কীবোর্ড) কী পরিবর্তন করতে পারবেন।
কাজের চাপে টিটি দেখার খুব একটা সময় পাইনা তবে একটু সময় হলে বা সমস্যায় পরলে টিটি অপেন করতে দেরী করিনা। টিটির সকলের এত সাহায্যের মন মানসিকতা দেখে আমার খুবই অবাক লাগে, বাংলাদেশের সবাই যদি এমন মানসিকতার হত তবে আমরা অনেক এগিয়ে যেতে পারতাম। তবে কম্টেন্টের ক্ষেত্রে মাঝে মাঝে খুবই কষ্ট লাগে। ( আগে টিউন হয়েছে বা ছোট করে দেখা ইত্যাদী) আমার মত অনেকেই প্রতিদিন টিটি অপেন করতে পারেনা তাদের জন্য না হয় এক টিউন কয়েক বার হচ্ছে তাতে কি খুব একটা ক্ষতি হবে।
Share this article :
 

Post a Comment

Cyber Developer Bangladesh
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. আই.টি. বার্তা - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger