সবাইকে স্বাগতম আইটি বার্তা সাইটে ,নতুন নতুন সকল আইটি নিউজ পাবেন এই সাইটে

ডুয়াল বুট উইন্ডোজ 7 এবং উইন্ডোজ এক্সপি

এটি আমার প্রথম টিউন তাই ভুল গুল ক্ষমার দৃষ্টি তে দেখবেন । কথা না বাড়িয়ে শুরু করা যাক ।
এই জন্য আপনাকে ২ টি ভিন্ন ড্রাইভ ব্যাবহার করার প্রয়োজন হবে ।
* উইন্ডোজ ৭ এর জন্য C:/ ড্রাইভ ব্যাবহার করুন ও তাতে ২০ - ২৫ GB জায়গা রাখবেন ।
* উইন্ডোজ এক্সপি এর জন্য D:/ ড্রাইভ অথবা ( C:/  ) বাদে যে কোন ড্রাইভ ইউস করতে পারেন । জায়গা হতে হবে মিনিমাম ১৪ - ১৬ GB ।
* প্রসেসর ডুয়েল core হলে ভাল । । ১ GB RAM  থাকতে হবে । ২ GB RAM থাকলে খুবী ভাল উইন্ডোজ 7 এর জন্য ।
* প্রতি ড্রাইভ এ ১৫% জায়গা খালি থাকা ভাল, পিসি এর স্পীড ভাল থাকে ও হাং হওয়ার হাত থেকে পিসি রক্ষা পায় ।
* পিসি এর ড্রাইভ গুল NTSF ফরম্যাট এ থাকতে হবে ।
 এবার যা করা লাগবে !
১ )  প্রথমে C:/ ড্রাইভ এ উইন্ডোজ 7 ইনস্টল করুন । প্রয়োজনীয় সব কিছু ইন্সটল দেবার পর ( drivers & ETC ) ডাউনলোড করে EasyBCD 2.1.2  এই প্রোগ্রাম টা ইনস্টল করুন ।
২ )  একটি উইন্ডোজ এক্সপি এর পরিস্কার ডিস্ক আপনার হার্ড ড্রাইভের D:/ পার্টিশনে ইনস্টল করুন ।
৩ )   সিস্টেম পুনরায় আরম্ভ হবার পরে আপনি দেখতে পাবেন সরাসরি উইন্ডোজ এক্সপি বুট করা. কারন এক্সপি উইন্ডোজ 7 এর লোডারের উপর লিখছে, সুতরাং, আমাদের উইন্ডোজ 7 লোডার পুনঃস্থাপন প্রয়োজন ।
৪ )   উইন্ডোজ 7 পুনঃস্থাপন, আপনি উইন্ডোজ 7 এর ডিভিডি থেকে বুট করুন এবং "আপনার কম্পিউটার রিপেয়ার প্রয়োজন । এই নিবন্ধটি দেখুন মেরামত সম্পাদন করার জন্য  "কিভাবে উইন্ডোজ 7 প্রারম্ভ মেরামতির কর্ম সম্পাদন করা হয় !
***   উল্লেখ্যঃ -  প্রতিটি আধুনিক উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি অনুরূপ অপারেটিং সিস্টেম ফাইল রিপেয়ার প্রক্রিয়া আছে
***   বিঃদ্রঃ   -  পিসি ভারি করে না কারণ এই প্রক্রিয়ায় শুধু মাত্র ১ সময় ১ টি  অপারেটিং সিস্টেম চালু হবে ।
*     উইন্ডোজ 7 এর ডিস্ক ঢুকানোর পর রিস্টার্ট করুন । তারপর press any key চাইবে ,যে কোন key চাপুন । তারপর নিচের মতন আসবে, Repair your computer লেখায় ক্লিক করুন ।
* তারপর যদি উইন্ডোজ 7 এর লোকেশন চায় তাহলে C: / ড্রাইভ সিলেক্ট করে use recovery tools that can help fix problems starting Windows  এই লেখা তে টিক দিন । তারপর next bottom এ ক্লিক করুন ।

* তারপর System Recovery Option ওপেন হবে, সেখান থেকে Startup Repair এ ক্লিক করলে ই কেল্লা ফোতে ।

৫ )   রিপেয়ারিং  এর পরে আপনার কম্পিউটার এ উইন্ডোজ 7 পুনরায় চালু হবে ।
৬ )   আপনার উইন্ডোজ 7 এ EasyBCD 2.1.2  সফটওয়্যার টি ওপেন করুন এবং  XP এর জন্য বুট এন্ট্রি যোগ করুন ।
*   EasyBCD প্রোগ্রাম চালু করে Add New Entry  নির্বাচন করুন , তারপর Type এ " windows NT/2k/XP/2k3" নির্বাচন করে 'Add Entry' তে ক্লিক করুন ।

*  Add Entry তে ক্লিক দেবার পর কম্পিউটার রিস্টার্ট দিন ।আপনি দুটি অপশন  পাবেন  ।  উইন্ডোজ 7 সহ উইন্ডোজ এক্সপি আপনার সামনে উপস্থিত করা হবে, আপনি যে অপারেটিং সিস্টেমে কাজ করতে চান সেটি নির্বাচন করুন ।
Share this article :
 

+ comments + 1 comments

May 14, 2014 at 5:23 PM

ভাই উইন্ডোজ ৭ সেটআপ দেওয়ার পর xp সেটআপ দিতে পারছি না।নিচের মত মেসেজ দেয়

: A problem has been detected and windows has shut down to prevent damage to your computer. If this first time you've seen this stop error screen ,restart your computer.If This screen appears again,follow these steps: Check For Viruses on your computer,remove any newly installed harddrives or hard drive controllers.Check Your Hard drive to make sure it is properly configured and terminated.Run CHKDSK/F to check for hard drive corruption and then restart your computer. Technical Information: ***Stop:(0xF1802524,9xc0000034,0x00000000,0x00000000)

Post a Comment

Cyber Developer Bangladesh
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. আই.টি. বার্তা - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger