সবাইকে স্বাগতম আইটি বার্তা সাইটে ,নতুন নতুন সকল আইটি নিউজ পাবেন এই সাইটে

অন-লাইনে বাংলাদেশ-স্কটল্যান্ড এবং বাংলাদেশ-নেদারল্যান্ড T-২০ ম্যাচ দুটি সরাসরি দেখার সুযোগ!!!

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
১৯৯৬ইং সালের বিশ্বকাপ কৃকেটের প্রতিটি ম্যাচ দেখেছি। কি সাংঘাতিক প্রতাপ তখন শ্রীলংকা ও সাউথ আফ্রিকার। দারুন মজা পেয়েছিলাম। স্কুলে পড়ি। মনের বড় এক জগৎ ছিলো পরোপুরি কৃকেটকে ঘিরে। ১৯৯৬ বিশ্বকাপে কেনিয়া ও নেদারলন্যান্ড খেলেছিলো। আর জিম্বাবুয়ে? ভয়ংঙ্কর এক দল। হারিয়ে দিলো ইন্ডিয়াকে। নেইল জনসন, হেইট স্টিক, পল স্টিং, দুই ফ্লোয়ার আরো কতো পালোয়ানের মতো খেলোয়ার। তখন ভাবতাম ইস! আমার বাংলাদেশ যদি ওখানে খেলতে পারতো।

১৯৯৭ইং সালের আইসিসি কাপ। বাংলাদেশ চ্যাম্পিয়ান। রেডিওতে খেলা শোনা ছাড়া উপায় নেই। বাংলাদেশ হারালো হল্যান্ডের মতো শক্তিশালী দলকে। ভাবতেই গা শিহরিত হয়ে যায়।

আর আজ!!! বিশ্বের সেরা অলরাউন্ডার সহ বিশ্বসেরা খেলোয়ারের সমারোহ। যাদের ভাবতাম অপ্রতিরোধ্য তারা বাংলাদেশের কাছে গুনে মানে কিছু না। কৃকেটের নতুন ফরম্যাট টি-টোয়েন্টিতে বর্তমানে বাংলাদেশ বিশ্বের ৪ নম্বর।
একটি সুখবর  বাংলাদেশ-স্কটল্যান্ড (২৪ জুলাই, ২০১২ইং) এবং বাংলাদেশ-নেদারল্যান্ড (২৫ জুলাই, ২০১২ইং) ম্যাচ দুটি সরাসরি দেখার সুযোগ পাবেন কৃকেট ভক্তরা।
http://www.ispahanibd.com (এই লিংক থেকে)
Share this article :
 

Post a Comment

Cyber Developer Bangladesh
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. আই.টি. বার্তা - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger